দীর্ঘদিন পর আবারও মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার অপেক্ষায় যখন কাউন্টডাউন শুরু করেছিল ফুটবলপ্রেমীরা, তখনই উয়েফা ঘোষণা দিল- আগের ড্র বাতিল। টেকনিক্যাল ভুল হয়েছিল। এখানে শেষ ষোলোতে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়েছিল সময়ের দুই সেরা ফুটবলার মেসি ও রোনালদোর। পিএসজি-ম্যানচেষ্টার ইউনাইটেডে মুখোমুখি হওয়াতেই এই সুযোগ তৈরি হয়।
পরে আবার ড্র করার ঘোষণা দেওয়া হয়। নতুন ড্রয়ের পর পিএসজির মুখোমুখি হবে রোনালদোর পুরানো ক্লাব রিয়াল মাদ্রিদ। অপরদিকে ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
শেষ ১৬ লাইনআপ
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-রিয়াল মাদ্রিদ
আরবি সালজবার্গ-বায়ার্ন মিউনিখৎ
স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি
বেনফিকা-আয়াক্স
চেলসি-লিলে
অ্যাটলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড
ভিয়ারিয়াল-জুভেন্তাস
ইন্টারমিলান-লিভারপুল
0 Comments